শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

সিরাতের আলোকে সমাজ গঠন করতে হবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিরাতে রাসুল সা.-এর আলোকে আমাদের সমাজ গঠন করতে হবে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার ও মুত্তাকি মানুষের হাতে দিতে হবে, যারা আল্লাহভীতি ও ন্যায়ের পথে চলেন।

তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে। যারা এ সম্পদ লুট করেছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাও প্রকৃত দেশপ্রেমিক নয়। দ্বীনের স্বার্থে এবং বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের ইসলামিক দলগুলো সবসময় জনগণের কল্যাণ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মত ও মতাদর্শ থাকলেও বৃহত্তর স্বার্থে ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়া সময়ের দাবি।

ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মসজিদের আদি ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই এ কাজ সম্পন্ন হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। আলোচনা পর্বে অংশ নেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল-মাদানি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ