শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনায় এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে ইসহাক দার দাবি করেন, অমীমাংসিত ইস্যুগুলো ইতোমধ্যে দু’বার নিষ্পত্তি হয়েছে—প্রথমবার ১৯৭৪ সালে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের সময়। তার ভাষায়, “একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে সমাধান হয়েছে।”

তবে পাকিস্তানি মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “অবশ্যই একমত না। ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে এবং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ রাজি হয়েছে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “৫৪ বছরের সমস্যার সমাধান একদিনের বৈঠকে সম্ভব নয়। ১২-১৩ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাও দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়। এখানে কেবল উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।”

তিনি নিশ্চিত করে বলেন, একটি বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে—দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে হলে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ