শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

স্মার্টফোন ও তরুণ সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আধুনিক যুগে স্মার্টফোন মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ সমাজ এই প্রযুক্তির প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ভারসাম্য ও সংযম শেখায়। তাই স্মার্টফোন ব্যবহারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সচেতনতা ও পরিমিতি অপরিহার্য।

  1. সময় ও আমানত:
    • আল্লাহ্‌ তায়ালা কুরআনে ইরশাদ করেন, "সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে রয়েছে" (সূরা আসর, আয়াত ১-২)
    • স্মার্টফোন যদি সময় অপচয়ের কারণ হয়, তবে সেটি একজন মুমিনের জন্য আত্মসমালোচনার বিষয়।
  2. চোখ ও আত্মার পবিত্রতা:
    • কুরআনে বলা হয়েছে, মুমিনদের বল, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে” (সূরা নূর, আয়াত ৩০)।
    • সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে অনৈতিক কনটেন্ট দেখার প্রবণতা অনেক তরুণকে নৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে।
  3. ইলম চর্চার সুযোগ:
    • স্মার্টফোনের মাধ্যমে কুরআন, হাদীস, ইসলামিক লেকচার, দোয়া ইত্যাদি জানা অনেক সহজ হয়েছে।
    • যারা এই সুযোগ কাজে লাগাচ্ছে, তারা প্রযুক্তিকে দ্বীনি ইলমের বাহন বানাচ্ছে – যা প্রশংসনীয়।
  4. আসক্তি ও গাফলত:
    • প্রতিনিয়ত ফোনে সময় কাটানো ব্যক্তি ধীরে ধীরে সালাত, কুরআন তিলাওয়াত ও তাফাক্কুর থেকে দূরে সরে যায়। এটি এক ধরণের "গাফেল হওয়া"।
    • রাসুল (সা.) বলেন, দুনিয়া অভিশপ্ত; এর সবকিছুই অভিশপ্ত, কিন্তু আল্লাহর যিকর, যিকরের সাথী, আলেম ও তালিবুল ইলম ছাড়া” (তিরমিজি)।

স্মার্টফোন একদিকে যেমন উপকারের মাধ্যম হতে পারে, তেমনি অপকারের কারণও হতে পারে যদি এর ব্যবহার অনিয়ন্ত্রিত ও ইসলামবিরোধী হয়। তরুণ সমাজের উচিত, এই প্রযুক্তিকে ইবাদত, ইলম চর্চা ও কল্যাণের কাজে ব্যবহার করা। সময়, দৃষ্টি ও মন – সবকিছু যেন ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচালিত হয়, এটাই কাম্য।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ