রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী তনকা জামে মসজিদের ইমামকে নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা উপজেলার লতিবপুর ইউনিয়নের তনকা মামুদপুর গ্রামের তনকা জামে মসজিদের ইমাম মাওলানা খোবায়েব হোসেনকে বিদায় দেওয়া হয় নানা আয়োজনে মধ্যে দিয়ে। এসময় বিদায়ী ইমামকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন মসজিদ কর্তৃপক্ষ ।
এলাকাবাসী জানায়, ২০২৩ সাল থেকে মাওলানা খোবায়েব হোসেন আমাদের মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছে। তার সুমধুর আচরণ ও মধুময় কণ্ঠের তেলাওয়াতের জন্য আমাদের এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি। আমরা চাই মাওলানা খোবায়েব হোসেন যেখানেই থাক অনেক ভালো থাক। আমরা তার উন্নতি কারণে করছি।
বিদায়ী ইমাম মাওলানা মাওলানা খোবায়েব হোসেন বলেন, ২০২৩ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ঐতিহাসিক তনকা মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছি। আমার মাদ্রাসার পারিপার্শ্বিক বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে যথাযথ সময় দিতে পারছি না। এছাড়াও বিভিন্ন ওয়াজ মাহফিল, পরিবারের ব্যস্ততা, সব মিলিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত ইমামতির দায়িত্ব পালন করা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে তাই আমি এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী মন্ডল জানান, মাওলানা খোবায়েব হোসেন একজন খুব ভালো মানের আলেম। ওনার ব্যবহারে এলাকাবাসী সবাই মুগ্ধ। আমি তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।
এনএইচ/