শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

হজযাত্রীদের সতর্ক করে নির্দেশনা দিল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ পালনকারীদের অবশ্যই সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত একটি আনুষ্ঠানিক হজ ভিসার মাধ্যমে হজ পালন করতে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮০টি দেশে থাকা হজ সম্পর্কিত কর্মকর্তাদের কাছে থেকে ভিসা নেয়া যাবে। এছাড়া ১২৬ দেশে অনুমোদিত নুসুক হজ প্লাটফর্ম ব্যবহার করেও ভিসা নেয়া যাবে। 

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য অর্থাৎ এর নাগরকি ও বাসিন্দারের জন্য অনুমোদিত একমাত্র চ্যানেল হলো নুসুক অ্যাপ এবং ওয়েবসাইট masar.nusuk.sa। 

এছাড়া অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বা সুবিধা বিভ্রান্তিকর এবং এগুলোর জন্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়। 

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণকে হজের অফার সম্পর্কে যে কোনো তথ্য এবং ভুয়া বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। 

অতিথি সেবা কেন্দ্রের মাধ্যমে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একাধিক ভাষায় ২৪ ঘণ্টাই হজ সম্পর্কিত সেবা প্রদান করে থাকে। সৌদি আরবে অবস্থানরত যে কেউ ১৯৬৬ নম্বরে ডায়েল করে হজ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে।

এছাড়া সৌদি আরবের বাইরে থাকা যে কেউ ইমেইল (care@Hajj.gov.sa) অথবা +৯৬৬৯২০০০২৮১৪ এই নম্বরে কল করে সেবা নিতে পারবে। 

হজযাত্রীদের হজকে আরামদায়ক এবং নিরাপদ করতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সেবা চালু করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ