শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

মাতৃভাষা আল্লাহতায়ালার এক বিশেষ নিয়ামত। ভাষা আল্লাহর শ্রেষ্ঠ দান। মাতৃভাষা চর্চার প্রতি ইসলাম অত্যধিক গুরুত্ব প্রদান করেছে।মাতৃভাষা  শিক্ষা ও বিকাশে ইসলামে রয়েছে গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা। ভাষা সম্পর্কে পবিত্র কোরআন শরিফে বলা হয়েছে " দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছন কোরআন, সৃজন করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন ভাষা" ( সুরা রহমান, আয়াত, ১-৪)।

আল্লাহতায়ালা বলেন, আমি প্রত্যেক রাসুলকে তার নিজ জাতির মাতৃভাষায় প্রেরণ করেছি( সুরা ইব্রাহিম, আয়াত ৪)।
সকল নবী রাসুলগণ ই তাদের মাতৃভাষায় হেদায়াতের আহবান করেছেন। জ্ঞান আহরণের অন্যতম মাধ্যম ই হচ্ছে মাতৃভাষা। রাসুল ( সা:) এর মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ তায়ালা আরবি ভাষায় কোরআন নাযিল করে মূলত মাতৃভাষার গুরুত্ব বৃদ্ধি করেছেন।
ইসলামের দাওয়াত ও প্রচারে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম।  ইসলাম শুধু মাত্র মাতৃভাষার গুরুত্ব ই প্রদান করেন নি বরং বিশুদ্ধ ভাষা ব্যবহারে ও ইসলাম তাগিদ প্রদান করেছে।
রাসুল( সা:) মাতৃভাষায় কথা বলতে  গর্ববোধ করতেন। তিনি বলতেন, আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুফলিত।তোমাদের চাইতে ও আমার ভাষা অধিকতর মার্জিত।

সৃষ্টিকুলের সবকিছু সৃষ্টি ই মহান রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। মাতৃভাষা ও এর ব্যতিক্রম নয়।আল্লাহ্‌ তায়ালার এক বিশেষ নিয়ামত স্বরুপ মানুষ ভাষা প্রয়োগের ক্ষমতা লাভ করেছে। আল্লাহর অন্যান্য নিয়ামত সমূহের যেমন মূল্যায়ন করা উচিৎ তেমনি ভাষার মতো এক মহান নিয়ামতের ও মূল্যায়ন করা উচিৎ। 

মাতৃভাষা চর্চা বা শুদ্ধ ভাবে কথা বলা রাসুল( সা:) এর অন্যতম সুন্নত।

তাই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি ধর্মীয় দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা পোষণ করার পাশাপাশি শুদ্ধ ভাবে বাংলাভাষার চর্চায় মনোনিবেশ করতে হবে।

লেখক: পরিচালক, ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া\

হাআমা/ 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ