রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

ফতুল্লায় এসলাহি মাহফিলের প্রধান মেহমান আফফান মনসুরপুরী, কাল আসছেন বসুন্ধরা মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে বার্ষিক এসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)। বুধবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে তিনি মাদানীনগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাজু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ফকিহুল হিন্দ, কুতুবুল আলম হজরত শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি তিনি।

এসব খবর নিশ্চিত করেছেন সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)-এর খলিফা মুফতি রুহুল আমিন।

মুফতি রুহুল আমিন আওয়ার ইসলামকে জানান, সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে হজরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে রাজধানীর যাত্রাবাড়ী মদিনা মারকাজ মসজিদে জহুরের নামাজ পড়বেন এবং এসলাহি বয়ান করবেন। রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে এসলাহি বার্ষিক মাহফিলে বয়ান করবেন। পরে মাদানী নগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাযু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকাল ৪টায় হজরত শাহজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন।

আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) ৭ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ৮ নভেম্বর (শুক্রবার) যশোর মাসনা মাদরাসায় জুমায় খুতবা দেন এবং বয়ান করেন। ৯ নভেম্বর (শনিবার) থেকে ১২ নভেম্বর মঙ্গলবার পর‌্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দস্তরবন্দি ও এসলাহি মাহফিল করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ