সিরিয়ার ঐতিহাসিক উত্তর আলেপ্পো শহরে ৫৪ জন শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে আল-শাম এতিম কল্যাণ সংস্থার উদ্যোগে তাদেরকে দেওয়া হয় এক উষ্ণ সংবর্ধনা।
শনিবার (২৫ অক্টোবর) সিরিয়ান বার্তা সংস্থা সানা’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, পবিত্র কুরআনের হাফেজ হওয়া শিক্ষার্থীরা রাবি আল-কুলুব গ্রীষ্মকালীন ক্যাম্পে হিফজ সম্পন্ন করেছেন।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মাদ শানদি আল-রাওয়ি জানান, গ্রীষ্মকালীন কুরআন হেফজ ক্যাম্পে মোট ১৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে ৫৪ জন। এছাড়া আরও ৫ জন মেধাবী শিক্ষার্থী কুরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইজাযা সনদ অর্জন করেছে।
বাহের মুহাম্মাদ নামে এক শিক্ষার্থী বলেন, এ ধরণের ক্যাম্প তরুণদের মধ্যে নৈতিকতা ও উত্তম মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি কুরআন শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করে।
ফাতেমা শেখ নামে আরেক শিক্ষার্থী বলেন, আমি এই ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ ও গভীর মর্ম অনুধাবন করতে পেরেছি। পাশাপাশি যা মুখস্ত করেছি, তা আমাকে সৎ এবং ধার্মিকভাবে জীবনযাপনে সহযোগীতা করবে।
এর আগে আলেপ্পোর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) জামে মসজিদে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় ৫২০ জন হাফেজ-হাফেজাকে সম্মাননা দেওয়া হয়েছিল।
সূত্র: সানা
এনএইচ/