শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

পাক যুব উপমন্ত্রীর সঙ্গে মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত প্রাইম মিনিস্টার দপ্তরে যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রী রানা মাশহুদ আহমেদ খান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এর বোর্ড অব গভর্নর প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সাথে বৈঠকে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য যুব মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এসময় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বিশেষ স্কলারশিপের জন্য পাকিস্তান সরকারের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করেন পাক উপমন্ত্রী।

 এর আগে পাকিস্তান সফররত ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর মোহাম্মদ রায়হান জাভেদ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জিবরান আহমেদ, প্রাইম-মিনিস্টার দপ্তর-এর কর্মকর্তা ড. সৈয়দ জিয়া হোসেন, ড. তারেক হাসান, ইঞ্জিনিয়ার সৈয়দ মাসরুর বিল্লাহ।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রে কাজ করার আলোচনা প্রাধান্য পায়। উভয় দেশই OIC- এর সদস্য হিসেবে মুসলিম উম্মাহ্-র স্বার্থ রক্ষার জন্য একত্রে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ