মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


যুদ্ধের বিভীষিকা পেরিয়ে পুনর্মিলন: এক বছর পর গাজায় দেখা দুই যমজ ভাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও এক আবেগঘন ও মানবিক মুহূর্ত হৃদয় ছুঁয়ে গেছে সবার। বোমার শব্দ, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আহাজারির মাঝেও জন্ম নিয়েছে এক আশার গল্প—এক বছর পর পুনর্মিলিত হয়েছে ফিলিস্তিনি যমজ দুই ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার রাস্তায় দুই ভাইয়ের সেই আবেগঘন পুনর্মিলনের দৃশ্য। জানা যায়, গত বছরের ভয়াবহ সংঘাত শুরু হলে বিশৃঙ্খলার মধ্যে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবারের একাংশ দক্ষিণে একটি আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়, আরেকজন উত্তর গাজার এক আত্মীয়ের বাড়িতে আটকা পড়ে। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না।

সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত মানুষরা যখন ধ্বংসস্তূপের মাঝে নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেন, তখনই যমজ ভাইদের দেখা হওয়ার সুযোগ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, দূর থেকে একে অপরকে দেখে তারা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ এক বছর পর ভাইকে ফিরে পাওয়ার আনন্দে তারা অশ্রুসিক্ত হয়ে পড়ে—কান্নায় মিশে ছিল বেঁচে থাকার তীব্র যন্ত্রণা ও পুনর্মিলনের অনাবিল সুখ।

তাদের এই দৃশ্য দেখে আশপাশের উপস্থিত মানুষরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। গাজার ধ্বংসস্তূপের মাঝে দুই ভাইয়ের এই আলিঙ্গন যেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে মানবতার অটুট বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ