মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


বিদেশে ফল রপ্তানিতে নতুন উদ্যোগ নিচ্ছে তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের ফল রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া সরকার। দেশটির তাজা ও শুকনো ফল দ্রুত বিদেশে পৌঁছে দিতে আকাশপথে রপ্তানি কার্যক্রম শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানী কাবুলের মার্বেল প্যালেসে এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইমারাতে ইসলামিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদর আখুন্দ। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরিয়ানা আফগান এয়ারলাইনসকে নির্দেশ দেওয়া হয়, যেন তারা আপাতত লাভের চিন্তা না করে কেবল মূল খরচে বিদেশে তাজা ও শুকনো ফল পরিবহন শুরু করে। পাশাপাশি, ফল রপ্তানির জন্য চার্টার ফ্লাইট চালুর লক্ষ্যে বিভিন্ন এয়ার কার্গো কোম্পানির সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়।

দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে আরিয়ানা আফগান এয়ারলাইনসকে দুটি কার্গো বিমান কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আফগান সরকার বিশেষ বাজেট বরাদ্দ করবে বলে জানানো হয়।

এছাড়া, বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারকে ব্যবসায়ীদের সঙ্গে বসে নতুন একটি এয়ার কার্গো কোম্পানি গঠনের বিষয়ে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকের শেষে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরগুলোকে স্বল্প সময়ের মধ্যেই তাদের অগ্রগতি প্রতিবেদন মোল্লা বারাদারের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

সূত্র: আরটিএ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ