বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন।

দায়িত্ব গ্রহণের এক মাস পুর্তির আগেই এই পদত্যাগ প্রেসিডেন্ট মাখোঁর জন্য একটি বিশাল ধাক্কা।

দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার (রয়টার্স ও ফ্রান্স ২৪) প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়, সেবাস্তিয়ান লেকর্নু পরিচিত মুখদের নিয়ে স্থানীয় সময় রোববার নতুন এক মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে সমালোচনায় ফেটে পড়েন ফ্রান্সের রাজনীতিবিদরা। এর পর পরই সোমবার লেকর্নু পদত্যাগ করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার গঠনের প্রচেষ্টা তাৎক্ষণিক ব্যর্থ হওয়ায়, বিভক্ত পার্লামেন্টের সঙ্গে মোকাবিলা করতে এবং বাজেট পাসে সমর্থন জোগাতে মাখোঁকে এখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

এই পরিস্থিতিতে মাখোঁ যদিও নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তবুও ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ