শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ।। ১৭ আশ্বিন ১৪৩২ ।। ১১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি, ইসরায়েলসহ শতাধিক স্বেচ্ছাসেবককে আটক দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়ে পড়েছে: ফয়জুল করিম ইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক কাতারি প্রতিনিধিদলের সঙ্গে মিয়ানমার জান্তা মন্ত্রীদের জ্বালানি ও খনন বিষয়ে বৈঠক সমুদ্রপথে গাজাগামী সংহতির অভিযাত্রা আটকে দিলো ইসরাইল পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে খেলাফত মজলিস আল খলীল কুরআন শিক্ষাবোর্ড হবিগঞ্জ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত ‘অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে’ মিজানুর রহমান আজহারি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি, ইসরায়েলসহ শতাধিক স্বেচ্ছাসেবককে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

বিশ্বব্যাপী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আজ বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ৪৭টি দেশের ৪৪৩ জনের বেশি স্বেচ্ছাসেবককে আটক করেছে। গত রাতে ইসরায়েলি সেনারা এই বহরের কয়েকটি জাহাজকে আঞ্চলিক জলে আটক করে আসদুদ বন্দরে নিয়ে গেছে।

বহরের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা “শান্তিপূর্ণ নাগরিক বহরের জাহাজে থাকা শতাধিক স্বেচ্ছাসেবককে হাইজ্যাক করেছে, যারা গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করছিল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অংশগ্রহণকারীরা ইসরায়েলি সেনাদের পানি নল ও দূষিত পানিতে আক্রমণের শিকার হয়েছেন, এবং তাদের যোগাযোগ ব্যবস্থায়ও বাধা সৃষ্টি করা হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মুক্তি প্রদান করা।

আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, বহরের তিনটি জাহাজ এখনও গাজার উদ্দেশ্যে চলাচল করছে। এর মধ্যে একটি জাহাজ “মারিনেট” গাজার থেকে প্রায় ৪৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে, এছাড়া দুটি জাহাজে আইনজীবী ও প্রমাণ সংগ্রহকারী বিশেষজ্ঞরা রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, “আস্তূল আল-সুমুদ” বহরের সব জাহাজকে আটক করা হয়েছে, শুধু একটি জাহাজ এখনও গাজার কাছাকাছি অবস্থানে।

প্রথমে সকালে “আস্তূল আল-সুমুদ আল-মাগরিবি” ঘোষণা করেছিল যে তারা গাজার আঞ্চলিক জলে প্রবেশ করেছে। তবে ইসরায়েলি সম্প্রচার সংস্থার সূত্রে জানা গেছে, গাজার তীরে কোনো জাহাজ প্রবেশ করতে সক্ষম হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ