মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কুয়ালালামপুরে এই সাক্ষাতের সময় তাদের মধ্যে মতবিনিময় হয়।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজিত দুই পবিত্র মসজিদের ইমামদের কর্মসূচির অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. হামিদি ইসলাম ও মুসলিমদের সেবায় সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালনের সুযোগ সহজ করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তারা বিশ্বব্যাপী মুসলিমদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে, সংযম ও ভারসাম্য প্রচারে এবং ইসলামের ইতিবাচক ভাবমূর্তি শক্তিশালী করতে সচেষ্ট থাকবে।
সূত্র: আরব নিউজ
এসএকে/