ইরানে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান অনলাইন জানিয়েছে, ‘রোজবেহ ভাদি নামের ওই ব্যক্তির বিচারিক প্রক্রিয়া ও সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের পর তা কার্যকর করা হয়েছে।’
পোর্টালটি আরো জানিয়েছে, ‘তিনি সাম্প্রতিক জায়নিস্ট রাষ্ট্রের আগ্রাসনের সময় নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ফাঁস করেছিলেন।তার মৃত্যুদণ্ডের রায় ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়েছে।’
তবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা সাজা দেওয়া হয়েছিল, সে সম্পর্কে প্রাথমিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিজানের তথ্য মতে, ভাদি ইরানের ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে তার প্রবেশাধিকার ছিল, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য’ তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদে ইন্টারনেটের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর তাদের হাতে তুলে দেন।
চলতি বছরের জুন মাসে ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন বিমান হামলা চালায়, যা একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ যুদ্ধে ইসরায়েলি হামলা বহু সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও শত শত সাধারণ মানুষ নিহত হন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, এ সময় কমপক্ষে ১২ জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
যুদ্ধ পরবর্তী সময়ে ইরান দ্রুত বিচার ও শাস্তি কার্যকরের ঘোষণা দেয়, বিশেষ করে যারা ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় যুক্ত ছিল বলে সন্দেহ করা হয়। বিচার বিভাগ এরই মধ্যে ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনের পরই ইরানের অবস্থান।
এদিকে আরো এক ব্যক্তিকে ‘চরমপন্থি ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে ও ইরানে সন্ত্রাসী হামলার পরিকল্পনার’ দায়ে বুধবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিজান অনলাইন।
সূত্র : এএফপি
এমএইচ/