বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২২ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, সংশোধনের দাবি খেলাফত মজলিসের ভোটের আগে লটারির মাধ্যমে বদলি হবেন সব এসপি-ওসি: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৮ জুলাই ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা এড়িয়ে যাওয়া ইতিহাসের প্রতি বৈষম্য: পীর সাহেব চরমোনাই গাজায় অভিযান বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর’ : জাতিসংঘ ‘পিআর নিয়ে সিদ্ধান্তের আগেই নির্বাচনের মাস নির্ধারণ জনদাবির প্রতি উপেক্ষা’ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ঢাবিতে ছাত্রশিবিরের প্রদর্শনী চলছেই, ‘বিতর্কিত’ ছবির বদলে খালেদা জিয়ার উক্তি

৪৫ তলার সমান উচ্চতা থেকে জাম্প দিলেন ড. জাকির নায়েক!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। সেখানে তিনি ৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন। এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। 

বালির এক সৈকতে একটি পাহাড়ের চূড়া থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে। 

এছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন।

পাকিস্তানি এই সংবাদমাধ্যমটি বলছে, গত বছর ড. জাকির নায়েক পাকিস্তান সফর করেন এবং দেশটিতে তাকে উচ্চ পর্যায়ের প্রটোকল ও নিরাপত্তার মধ্যে স্বাগত জানানো হয়।

সফরের সময় করাচি বিশ্ববিদ্যালয় তাকে ইসলামি স্টাডিজে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান টেসোরি করাচিতে গভর্নর হাউসে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করেন।

গভর্নর টেসোরি ইসলাম প্রচার ও ধর্মীয় বিতর্কে ড. জাকির নায়েকের অবদানের প্রশংসা করে আশা প্রকাশ করেন, তিনি যেন একই নিষ্ঠায় তার মিশন চালিয়ে যান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ