বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ত্রাণ পাওয়ার আশায় জড়ো হওয়া ৫৬ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

OUR ISLAM ডেস্ক

ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে একের পর এক বেড়েই চলেছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। সর্বশেষ সোমবার (১৬ জুন) ভোরে গাজার রাফাহ শহরে ত্রাণ পাওয়ার আশায় জড়ো হওয়া মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ৩৮ জনই ছিলেন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো নিরীহ সাধারণ মানুষ।

এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বিতর্কিত Gaza Humanitarian Foundation (GHF)-এর বিতরণ কেন্দ্রের পাশে, যা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হয়।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছে, যেখানে সহায়তার মোড়কে চালানো হচ্ছে নিরস্ত্র মানুষের হত্যাকাণ্ড।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক। তিনি বলেন:

“ইসরায়েলের যুদ্ধপদ্ধতি ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ ও অকল্পনীয় ভোগান্তি চাপিয়ে দিচ্ছে। এটা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন।”

“ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জীবন রক্ষাকারী সহায়তা বন্ধ করে দিয়েছে। আমরা একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি।”

ভোর ৪টার দিকে রাফাহর Flag Roundabout এলাকায় সহায়তার জন্য জড়ো হওয়া সাধারণ মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। ঘটনাস্থলে থাকা হেবা জুদা ও মোহাম্মদ আবেদ এপি-কে জানান:

“চারদিক থেকে গুলি আসছিল। আমরা মাটিতে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করি। প্রতিদিনই এই পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠছে।”

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ মাসের অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন।
এর মধ্যে কয়েক হাজার শিশু ও নারী রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, মসজিদসহ যাবতীয় অবকাঠামো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ