মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

৮ হাজার মুসলিম অধ্যুষিত দেশটিতে নেই একটি মসজিদও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা বিশ্বেই দিন দিন বাড়ছে ইসলামের প্রচার-প্রসার। বাড়ছে মুসলিম জনসংখ্যা। পশ্চিমা বিশ্বে বৈরী পরিবেশেও ইসলাম তার গতিতে এগিয়ে চলছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, যেখানে প্রায় আট হাজার মুসলিমের বসবাস, সেখানে একটি মসজিদও নেই। ফলে পবিত্র রমজানেও ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে গিয়ে তৃপ্তি ভরে ইবাদত করতে পারছেন না।

ভুটানের মুসলমানরা বহুবার ভূটান সরকারের কাছে মসজিদ নির্মাণের  আবেদন করলেও মসজিদ তৈরি করার কোনো উদ্যোগ হাতে নেয়নি সরকার। অথচ ভুটানে বহু বৌদ্ধ মন্দির রয়েছে। এমনকি রয়েছে একাধিক হিন্দু মন্দিরও। মুসলিম সম্প্রদায়ের প্রায় আট হাজার বাসিন্দা থাকলেও দেশটিতে কোনো মসজিদ নেই।

ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। আয়তন ৪৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার। ভুটানের রাজধানী থিম্পু। ভুটানের নামকরণ সংস্কৃত ‘ভূ-উত্থান’ (উচ্চ ভূমি) থেকে। ভুটানে ৭৪.৮ শতাংশ বজ্রযান বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম), ২২.৬ হিন্দুধর্ম, ১.৯ বন ও অন্যান্য দেশজ ধর্ম, ০.৫ খ্রিস্টধর্ম, ০.৪ ইসলাম ও ০.২ শতাংশ অন্যান্য ধর্মের লোক।

ভুটানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে নামাজের অনুমতি নেই। দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের শঙ্কয় থাকে,যদি মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন।

ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও দিন দিন জোরালো হচ্ছে। ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ পড়তে হয় হোটেলে। ভুটানে বাংলাদেশ দূতাবাসে নামাজের ব্যবস্থা আছে। সেখানই জুমার নামাজ হয়ে থাকে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ