মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ময়মনসিংহে সিরাত চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ মে) নগরীর তাহসীনুল কুরআন ওয়াস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় এই আয়োজন ছিল প্রাণ-প্রাচুর্যে ভরপুর। এতে সময়ের আলোচিত লেখক, সাংবাদিক প্রশিক্ষকদের উপস্থিতি আয়োজনকে করেছে প্রাণবন্ত।

সীরাতকেন্দ্রের কর্ণধার মাওলানা আমীর ইবনে আহমাদ জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগ্রহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে ময়মনসিংহে নতুন লেখক, সাংবাদিক গড়ে ওঠার ক্ষেত্রে এই আয়োজনটি ভিন্নমাত্রা যোগ করবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন। এধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে আগ্রহীরা মত প্রকাশ করেছেন।

অনলাইন সাংবাদিকতা, লেখালেখির হাতেখড়ি, অনুবাদ সাহিত্য ও পত্রিকায় লেখালেখির কলাকৌশল, কবিতা লেখার কলাকৌশল, কেনো পড়বো কীভাবে পড়বো, বানান ও ছড়া সাহিত্য, কী লিখবো কেনো লিখবো, ইসলামের সামাজিক আচরণবিধিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যা শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে।

প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, কবি সাইফ সিরাজ, কবি মাসউদুল কাদির, আলী হাসান তৈয়ব, কবি মুনীরুল ইসলাম, আমিন ইকবাল প্রমুখ। কর্মশালার সমন্বয় ও উপস্থাপনায় ছিলেন কবি ওয়ালিউল ইসলাম।

উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহবূবুল্লাহ কাসেমী, আলহাজ্ব শাহ মুশাররফ হোসাইন, কারী আবু সালেহ মুসাসহ সীরাতকেন্দ্রের দায়িত্বশীলরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ