মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

নগদ অর্থ, মেধাতালিকা স্মারকসহ চার শতাধিক পুরস্কার বিতরণ করেছে জামিয়া গহরপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মারকাযি ইমতেহানে মেধাতালিকা, বার্ষিক পরীক্ষায় সকল কিতাবে আশি-ঊর্ধ্ব মুমতায, সাধারণ মুমতায, জামাতে ১ম, ২য় ও ৩য় স্থান, সারা জামিয়ায় মেধাতালিকা, শাস্ত্রভিত্তিক সর্বোচ্চ নম্বর প্রাপ্তি, সারা বছর দারসে উপস্থিতিসহ বেশ কিছু বিষয়ে প্রায় চার শতাধিক পুরস্কার প্রদান করা হয়।

আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার জামিয়ার মসজিদে হাফেজ মাও. মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের ২য় পর্বে ছিলো নবীন বরণ। পুরাতন স্বাগতিক ছাত্র ফুল দিয়ে ইলমের নতুন মৌমাছিকে বরণ করে একসাথে পথচলার অঙ্গীকার করে নেয়। বছরের পর বছর ধরে নতুন-পুরানের এমন সন্ধি, বিচ্ছেদের দেয়ালে লিখে দেয় বন্ধনের কবিতা।

শেষ পর্বে ছিলো নসীহতমূলক আলোচনা। এতে জামিয়ার উস্তাদদের মধ্য থেকে ছাত্রদের উদ্দেশ্যে নসীহত করেন জামিয়ার শিক্ষা-সচিব মুফতি আনোয়ার হোসাইন শরিয়তপুরি, প্রধান মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান সারিঘাটি, মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মাওলানা সাঈদুর রহমান মুক্তাগাছা, মুফতি সালেহ আহমদ মক্কী, মুফতি মুহিউস সুন্নাহ প্রমুখ।

নতুন শিক্ষাবর্ষে পড়া-লেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি আননূরের কার্যক্রমে সম্পৃক্ত থেকে নিজেদের মেধাকে শাণিত এবং এমন কাজের সুযোগ পাওয়াকে নিজেদের জন্য গণিমত হিসেবে গ্রহণ করার নসিহত করেন মাদরাসার উসতাদগণ। জ্ঞান অর্জনের পাশাপাশি তা নিজেদের মধ্যে বাস্তবায়ন ও অন্যদের নিকট পৌঁছানোর মাধ্যম সমূহ আয়ত্ব করার প্রতি গুরত্বারোপ করেছেন তারা।

সভাপতির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী বলেন, ভুল তথ্য, বিভ্রান্তিকর বক্তব্য, হীনম্মন্যতা, নেতিবাচক চিন্তা হলো শয়তানের হাতিয়ার। এর দ্বারা শয়তান আমাদেরকে শিকার করে। তিনি আরও বলেন, ছাত্ররা যেনো ইন্টারনেট ব্যবহারে চিন্তা ও সংযমের পথ বেছে নেয়।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আননূর কাফেলার-দয়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এ বছর তাকমিল ফিল হাদীসের ছাত্র জাকির সুহরাবকে আননূর কাফেলা সাধারণ সম্পাদক ও মাহমুদ হাসান চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ