শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া, কেরানীগঞ্জের সবক ইফতেতাহ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায় গত (১৩ এপ্রিল) যোহরের পর আনুষ্ঠানিকভাবে সবক ইফতেতাহ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ কমপ্লেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও মাদ্রাসার উস্তাদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুদির মাওলানা মামুনুল হক।

সবক উদ্বোধন করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়ার প্রধান পৃষ্ঠপোষক মুফতি মাহফুজুল হক।তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “নিয়মিত দরসে উপস্থিত থাকলে ইলমে বরকত হয়, গভীরতা আসে। ইলম অর্জনের পাশাপাশি আমলদারও হতে হবে, কেননা যারা ইলম অর্জন করে, তাদের ওপরই আমলের দায়িত্ব বেশি।

” প্রধান অতিথি মুফতি আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন, “তোমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা করার সুযোগ পেয়েছো, এটিকে কাজে লাগাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মামুনুল হকের একটি স্বপ্ন আছে— সমাজে দ্বীন প্রতিষ্ঠা করা। তোমরাই তার সেই স্বপ্ন বাস্তবায়নের বাহক হবে।” মাদ্রাসার এক শিক্ষক জানান, প্রতিষ্ঠানটিতে মক্তব, হিফজ, কিতাব বিভাগ (মিশকাত জামাত পর্যন্ত), ইফতা এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। সবক ইফতেতাহ অনুষ্ঠানে প্রত্যেক জামাতের মূল পাঠ্য কিতাব থেকে কিছু অংশ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঠ কার্যক্রম শুরু হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ