শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সানাবিয়া উলিয়াতে (উচ্চ মাধ্যমিক) ১ম স্থান দেশের যে মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর মুহা. নেয়ামত উল্লাহ রিদওয়ান। তার প্রাপ্ত নম্বর ৬৭৮। অপরদিকে সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-
• নারায়ণগঞ্জ জেলার জামিআ উম্মে মুআয তালীমুন নিসা, ভূইগড়, ফতুল্লা-এর হোসনা আক্তার এবং
• বগুড়া জেলার খাতুনে জান্নাত বালিকা কওমী মাদরাসা, সদর-এর মোছা: ফিমা মোস্তারিন। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৫৩।

এছাড়া, এই স্তরে ছাত্রদের মধ্যে ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • নারায়ণগঞ্জ জেলার জামিয়াতুন নূর আল ইসলামিয়া, দাসেরগাঁও (নূরবাগ), বন্দর-এর মিছবাহ উদ্দিন এবং
    • ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, সূত্রাপুর-এর মোঃ আরিফুল ইসলাম সাহেদ। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৭।

ছাত্রীদের মধ্যেও ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর আয়শা সিদ্দিকা এবং
    • ঢাকা জেলার রামপুরা জাতীয় মহিলা মাদরাসা-এর সারা বিনতে হারুন। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫০।

ছাত্রদের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • নারায়ণগঞ্জ জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ-এর আব্দুল্লাহ আশরাফ মাহমুদ এবং
    • ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর রাইয়ান সিকদার। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৩।

ছাত্রীদের মধ্যেও ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

* ঢাকা জেলার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম রামপুরা-এর সুমাইয়া তুস সাদিয়া এবং

  • ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা)-এর ফাইজা ফাতিমা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৪৬।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ