শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ছাত্র জমিয়তের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আধিপত্যবাদী অপশক্তির কিলিং মিশন এবং জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্ব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ঢাকার নতুনবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্র ও আধিপত্যবাদী অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হন।
বিক্ষোভ মিছিলে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব এবং ভাটারা থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় নেতারা বলেন, শহীদ ওসমান হাদির রক্তের ঋণ জাতিকে শোধ করতেই হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ