মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শেখপাড়া ডিএম কলেজ এলাকায়।

এসময় মাদরাসার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরাসহ কয়েকশত নারী পূরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা মামলা প্রত্যাহার করে বন্ধ মাদরাসায় শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে প্রশাসনের নিকট দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের শিক্ষক হাফেজ সাকিব সালিম বলেন, তাদের পরিচালক হাফেজ আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে বলাৎকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে মাদরাসায় শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক নাহিদা সুলতানা বলেন, একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দুই শিক্ষক জেলহাজতে। এ কারনে মাদরাসা বন্ধ থাকায় তার সন্তানের পড়ালেখা ব্যাঘাত ঘটছে। তার দাবি মিথ্যা মামলা থেকে দুই শিক্ষককে অব্যাহতি দিয়ে মাদরাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে প্রশাসন। অন্যথায় তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ