মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে, যার মধ্যে প্রধান দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাড়া, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

আজ সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জড়ো হয়েছেন এবং তারা ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’সহ নানারকম স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি আদায় না হলে পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১২টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।

বুধবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বাড়ি ভাড়া ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে আবুল বাশার বলেন, 'সরকারের সঙ্গে আমাদের দর-কষাকষি চলছে। সরকারের পক্ষ থেকে ১০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে মনোভাব প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে।' 

তবে এই শিক্ষক নেতা স্পষ্ট করে বলেন, 'আমরা ২০ শতাংশ ছাড়া আন্দোলন থামাব না।' তিনি পুনরায় হুঁশিয়ারি দেন, আজ দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা পূর্বঘোষণা অনুযায়ী ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। 

ময়মনসিংহ থেকে আসা মাধ্যমিক শিক্ষক মেহেদী হাসান বলেন, সরকার প্রথমে শিক্ষকদের দাবি গুরুত্বের সঙ্গে নেয়নি এবং রাস্তায় নামার আগে ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা না মেনে ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন দেওয়া হয়, যা 'একপ্রকার অপমান'। শিক্ষকেরা বলছেন, সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেনি, তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এবং ২০ শতাংশ ছাড়া তারা কর্মস্থলে ফিরবেন না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ