শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় আতাদী গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শাহ-আলম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম  শাহ-আলম মাতুব্বর। সে স্থানীয় হাফেজ মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শাহ-আলম বাড়ির পাশের রেললাইনের পাশে হাঁটতে বের হয়। এ সময় অন্ধকারে হঠাৎ শরীরে কিছু কামড় দিয়েছে বলে সে অনুভব করে। বাড়িতে ফিরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের বলেন, “শাহ-আলম নামের এক যুবককে সাপে কাটার পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার হাতে সাপের কামড়ের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।"

এদিকে "সাপে কামড় দেওয়া রোগীদের জন্য যেনো ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এর থেকে আরো উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করেছেন সাপেকামড় দেওয়া রুগীর স্বজনরা সহ স্থানীয় সাধারণ জনগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ