বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি আইসক্রিম কারখানার শ্রমিকরা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার মেহরাবাড়ী এলাকায় প্রায় তিন শতাধিক শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন, ওভারটাইম ও নাইট বিল যথাসময়ে পরিশোধ করা হয়নি। বারবার অনুরোধের পরও কোনও আশ্বাস না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধে নামেন। 

এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ওই আইসক্রিম কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তাহের বলেন, আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকদের জানিয়েছিলাম রবিবার বা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকেলে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ