রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

একজন মানবতার ফেরিওয়ালার বিদায়: মুফতি মুহাম্মদ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। একজন মানবতার ফেরিওয়ালার বিদায়ে দেশের মানুষ মর্মাহত। সাবেক সংসদ সদস্য, আল-মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি মুহাম্মদ সালমান।

আজ শুক্রবারে আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ হারিয়েছে একজন প্রতিভাবান আলেমকে। আলেমদের মধ্যে সাধারণ মানুষের খেদমতের এখন পর্যন্ত তার অবস্থান শীর্ষে। নিরবে নিভৃতে একজন আলেম সেবকের কথা, মুফতি শহীদুল ইসলাম রহ. যিনি আমেরিকাতে প্রথম কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা।

১৯৮৮ থেকে দেশের প্রতিটি দুর্যোগে আলেমদের প্রতিনিধি হয়ে দেশী বিদেশী অন্য প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে সেবার প্রথম কাতারে ছিলেন। প্রতিষ্ঠা করেছেন হাজারো মসজিদ মাদ্রাসা, লাখো ফ্রি গভীর নলকূপ স্থাপন করে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন, লাখো দৃষ্টি প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা করেছেন, অন্ধ লোক দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন। হাজারো অন্ধ হাফেজ গড়ার কারিগর তিনি। ঠোঁট কাটা-তালু কাটা মানুষদের বিদেশী ডাক্তারদের টিম এনে দেশে ফ্রি চিকিৎসা করান।

উল্লেখ্য, ১৯৮৮ সালে মুফতি শহিদুল ইসলাম (এমপি) কর্তৃক প্রতিষ্ঠিত আল মারকাজুল ইসলামী ঢাকাসহ দেশের আনাচে কানাচে পর্যন্ত প্রায় সব রকমের মানবসেবামূলক কাজ করে আসছে। হাসপাতাল, এম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে বহু ক্ষেত্রে মানবসেবামূলক অবদান রেখেছে এই প্রতিষ্ঠান। বিশেষত করোনা দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ করোনা আক্রান্তদের লাশ দাফন করে ব্যাপক আলোচিত হয়েছে এর অনেকগুলো স্বেচ্ছাসেবক টিম।

মুফতী তি শহিদুল ইসলাম (এমপি) রাজনৈতিক কারণে দীর্ঘদিন মিডল ইস্টে বসবাসরত ছিলেন। তবে কিছুদিন আগে তিনি দেশে এসেছিলেন।

মুফতি শহীদুল ইসলাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নড়াইল-২ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০২ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি।

মুফতি শহীদুল ইসলাম ১৫ মার্চ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের ঝিলটুলী এলাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পিতা শামসুল হক সরদার। তিনি পাকিস্তানের করাচী নিউটাউন মাদরাসা থেকে ১৯৮৮ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পর মুফতী (ইসলামি আইনশাস্ত্রের পণ্ডিত) ডিগ্রি লাভ করেন।

২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তিনি এ দলের চেয়ারম্যান। এর আগে তিনি ইসলামী ঐক্যজোটের মজলিমে শূরার সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে শেখ হাসিনার কাছে ৪ হাজার ২৩৩ ভোটে পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শহীদুল বিজয়ী হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ