মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৩৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কারণে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ের কারণে কয়েকদিন ধরে একপ্রকার থেমে আছে দেশটির জনজীবন।

তবে মার্কিন সরকারি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রজুড়ে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। নিউইয়র্কের বাফেলো শহরে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবিসি জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার মেরিট শহরের কাছে বরফে ঢাকা রাস্তায় একটি বাস উল্টে গেলে চার জনের প্রাণহানি ঘটেছে।

তুষার ঝড়ের কারণে কয়েকদিন ধরে ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে আগের ব্ল্যাকআউটের ঘটনার পর বিদ্যুৎ অনেকটাই পুনরায় সচল করা হয়েছে।

এপি জানিয়েছে, আগে ১৭ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার কথা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে রবিবার সন্ধ্যায় সেই সংখ্যা দুই লাখে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বহু মানুষ বড়দিনে তাদের পরিবারের কাছে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় রবিবার সাড়ে পাঁচ কোটির বেশি মার্কিনি 'উইন্ড চিল' সতর্কতার অধীনে রয়েছিল। এমনকি ফ্রস্ট বাইটের শঙ্কার কথাও জানানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ