শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা তিশা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) ভোরে মহাসড়কের কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ বলেন, ‘কে বা কারা তিশা পরিবহনের বাসে আগুন দিয়েছে। এখনও অপরাধীকে চিহ্নিত করা যায়নি। বাসটি দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতের কোনও এক সময়ে বাসে আগুন দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোনেও মাদকাসক্ত ব্যক্তি সিগারেটের আগুন বাসের মধ্যে ফেলেছে। এর থেকে আগুন লাগতে পারে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ