শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

আনসারদের সাথে সুইপারদের সংঘর্ষে আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাত জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে জানা গেছে।

আরও জানা যায়, হরিজন সম্প্রদায়ের এক সুইপারের একটি মোবাইল সেট মঙ্গলবার চুরি হয়। এ ঘটনায় সুইপাররা আনসার সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলে শাসায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আনসার সদস্যরা এক সুইপারকে মারধর করে। মারধরের বিষয়টি শহরের হরিজন পল্লীর সুইপাররা জানতে পারলে তারা দলবেঁধে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে জড়ো হয়। এক পর্যায়ে সুইপাররা আনসারদের ক্যাম্পে হামলা করে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সুইপাররা বেপরোয়া হলে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।

হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সমাধানে আনসার ও সুইপারদের নিয়ে আমরা বসছি। উভয়পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন। আশা করি এটি সমাধান হয়ে সবাই নিজ নিজ কাজে মনোযোগ দেবে।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ