শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

ময়মনসিংহে যুব জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ টাউন হল মোড়ে অবস্থিত তারেক সৃতি অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়ে বিকেল সাড়ে চার টায় শেষ হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক।আরও উপস্থিত ছিলেন, খালিদ সাইফুল্লাহ সা'দী, সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, সাবেক সংসদ সদস‍্য সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তাফাজজুল হক্ব আযিয, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মোহাম্মদ উল্লাহ জামি, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুফতী মাহবুবুল্লাহ, সহকারি মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমী, খতিব বসিলা কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা তাফহীমুল হক্ব হবিগঞ্জী, সভাপতি যুব জমিয়ত বাংলাদেশ, মাওলানা আখতারুজ্জামান,সহ সভাপতি যুব জমিয়ত বাংলাদেশ, মাওলানা রহুল আমীন নগরী, সহ সাংগঠনিক সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ প্রমুখ।

জনপ্রিয়তা লাভের জন্য দ্বীনি কাজ না করে, বরং ওয়ারিশে নবী হিসেবে নিজেদের গড়ে তুলার আহবান জানান মাওলানা উবায়দুল্লাহ ফারুক। উপস্থিতিদের সতর্ক করে তিনি বলেন, দেশকে নিরাপদ রাখতে আমরা সর্বসময় সচেষ্ট থাকবো। দেশের মানুষের জান-মালের ক্ষতি হয়, অশান্তি সৃষ্টি হয় এমন কাজ যে করবে সে জমিয়তী নয়। এই সময় কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত না হতে পারে সে বিষয়ে আমরা সবাইকে সজাগ থাকতেও নির্দেশ দেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির ভাষণে সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ মাওলানা এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী চলমান নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দাবী করেন। আর মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী শিক্ষাব্যবস্থার পরিবর্তন নিয়ে সবাইকে সচেতন থাকতে নির্দেশ দেন।

প্রধান বক্তার বক্তব্যে যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাহফিমুল হক মূল সংগঠনের উদ্দেশ্যে বলেন, আমরা সর্বদায় সর্বদিক থেকে আপনাদের পাশে আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ