বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জাগতিক কোন কিছুর মুহব্বত সত্যিই কী দোষের কিছু? আল্লামা থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালাকে একজন আলেম প্রশ্ন করেন, হযরত! জিনিসের মহব্বত কী খারাপ কিছু নাকি?

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালা উত্তরে বললেন, দেখুন! সবক্ষেত্রে মহব্বত খারাপ না। আর যে পরিমান আমরা খারাপ মনে করি, বাস্তবে সেই পরিমান খারাপ না।

যেমন, কারো ক্ষুধা লেগেছে। এই অবস্থায় তো ঐলোকের খানার প্রতি মহব্বত আসবেই। কারো পিপাসা লেগেছে। এই অবস্থায় তো তার পানির প্রতি মহব্বত আসবেই। আর আসাটাই স্বাভাবিক। তো এইগুলোর প্রতি যে মহব্বত আসলো এই মহব্বত কী খারাপ কিছু?

দুনিয়া বিমূখতা এটিকে বলে না যে, এইসবের মহব্বত একদম অন্তর থেকে দূর হয়ে যাক। এইগুলোর প্রতি আকর্ষণ না থাকুক। বরং ঐ মহব্বত খারাপ যে মহব্বত সীমা ছেড়ে চলে যায়।

আর মহব্বত থাকা সত্ত্বেও সীমা অতিক্রম না করাকে তো মুজাহাদা বলে। যা করার দ্বারা সে সওয়াব পাবে। দুনিয়া বিমূখতার যে ফজিলত হাদিস শরীফে এসেছে, সেটি তো হলো কষ্ট ব্যয় করে সীমার ভিতর থাকার ভিত্তিতে।

যদি তার মধ্যে মহব্বত একদম না থাকে, তাহলে তো তার সীমা অতিক্রম করার প্রশ্নই আসে না। আর এর মধ্যে নিজের চেষ্টা—সাধনা না থাকার কারণে সওয়াব পাওয়াও আশা করা যায় না।

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, দেখুন! এই বিষয়টি কতো সুন্দর ভাবে ফুটে উঠেছে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তায়ালা আনহুর কাজ দ্বারা।

যখন গণিমতের মাল এসেছিলো, তখন তিনি বলেছিলেন ‘আয় আল্লাহ তাআলা! আপনি এই সমস্ত জিনিসের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন।

আমরা সেই আকর্ষণ একেবারে আমাদের থেকে দূর হয়ে যাক, সেটি কামনা করি না। বরং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তুমি এই সমস্ত জিনিসের মহব্বত ও আকর্ষণকে তোমার মহব্বতের আসবাব বানিয়ে দাও। এবং এগুলোকে পরকালে কাজে আসে এমন সহযোগী বানিয়ে দাও’।

তো বুঝা গেলো জিনিসের মহব্বত খারাপ নয়, যদি সেই জিনিসের মহব্বতকে আল্লাহ তাআলাকে মহব্বত করার মাধ্যম বানানো যায়।

[মূলসূত্র: আল ইফাজাতুল ইয়াওমিয়্যা: খন্ড—৯, পৃষ্ঠা—৪৩]

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ