রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

যে ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা। আগামী  ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে বেফাক ও হাইয়াতুল উলইয়ার পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

তাদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে অশোভন আচরণকারী কমিটির সদস্য মু. ফয়সালকে স্থায়ীভাবে বহিষ্কার করা।

ছাত্রদের দাবিগুলো মাদ্রাসার মুহতামিম বরাবর পেশ করা হয়েছে। শিগগির মাদ্রাসা কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

যে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা:

১ জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার বর্তমান মজলিসে শুরা ও মজলিসে আমেলার সদস্য মু. ফয়সালকে অনতিবিলম্বে জামিয়ার মজলিসে শুরা ও আমেলাসহ সকল কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে৷

২৷ বিগত দিনে ছাত্র ও শিক্ষকদের সাথে কৃত বেয়াদবীমূলক আচরণের জন্য সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷

৩৷ জামিয়ার মজলিসে শুরা ও মজলিসে আমেলাসহ অন্যান্য কমিটির সদস্যরা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না৷

৪৷ জামিয়ার যেকোন কমিটির সদস্য জামিয়ার ছাত্র ও শিক্ষকদের দায়িত্ব আদায়/অনাদায়ের ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না৷ কোন অভিযোগ বা আপত্তি থাকলে, তা জামিয়ার মুহতামিম সাহেবকে অবহিত করবে৷

৫৷ জামিয়ার যেকোন কমিটির সদস্যগণ ছাত্র ও শিক্ষকদের যেকোনো অন্যায় বা অপরাধের কারনে ছাত্র ও শিক্ষককে কোন প্রকারের হুমকি-ধমকি, বকাঝকা ও প্রহার করতে পারবে না৷

৬৷ জামিয়ার সিসি ক্যামেরার শতভাগ নিয়ন্ত্রণ জামিয়ার মুহতামিম বা শিক্ষকদের কাছে থাকবে, বহিরাগত কারো কাছে সিসি ক্যামেরার মনিটর বা নিয়ন্ত্রণ থাকতে পারবে না৷

উপরোক্ত আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না এবং বেফাক, হাইয়া ও মাদরাসার বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিলাম৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ