সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


কারী উসমান মানসুরপুরী রহ. এর কবর জিয়ারতে দেওবন্দ গেলেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেওবন্দ গেলেন তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী। আল্লামা সাইয়্যিদ কারী মুহাম্মদ উসমান মানসুরপুরী রহ. এর মৃত্যুতে শোক জানাতে বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে যান তিনি।

গত সোমবার (২৪ মে) জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) সভাপতি আমিরে হিন্দ আল্লামা কারী সাইয়েদ মানসুরপুরী রহ. এর মৃত্যুর পর শোক জানাতে দেওবন্দে যান মাওলানা মুহাম্মদ সাদ। বিষয়টি দেওবন্দের স্থানীয় বাসিন্ধা মুফতি আসাদ কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা সাদ কান্ধলভী মাকবারায়ে কাসেমী জিয়ারত করেন। দেওবন্দের মাকবারায়ে কাসেমীতেই দাফন করা হয় সদ্য প্রয়াত মাওলানা উসমান মানসুরপুরী রহ. কে।

এদিকে একটি সুত্রে জানা গেছে, এসময় মাওলানা সাদ কান্ধলভী দেওবন্দের সদরুল মুদাররিস আল্লামা আরশাদ মাদানী ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) নবনির্বাচিত সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর সাথে সাক্ষাত করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ