শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

জামিয়া মাদানিয়া বারিধারায় ভর্তি শুরু ২২ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার নতুন বছরের ভর্তি শুরু হবে আগামী ২২ মে শনিবার। চলবে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত। এবছর মোট চারদিন নতুন ও পুরাতন সকল ছাত্রের ভর্তি নেওয়া হবে। বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালিমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারী স্বাস্থ্যবিধি মেনে এবছর ভর্তি কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা ও বিকাল ২ টা ৩০ মিনিট থেকে আসরের নামাজ পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ৩৮৭ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৫৫ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১১৮ জন। আর জায়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮১ জন।

No description available.

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন শায়খুল হাদিস ও বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বারিধারা মাদরাসা ছাড়াও তার প্রতিষ্ঠিত আরও একাধিক মাদরাসা রয়েছে। বর্তমানে বারিধারা মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর দীর্ঘদিনের সহযোদ্ধা আল্লামা উবায়দুল্লাহ ফারুক। আর মুহতামিম হিসেবে আছেন মুফতি মুনীর হোসাইন কাসেমী।

গতবছরের ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ১৪৩ জন। এর মাঝে ৮ম মেধা তালিকাসহ মোট মেধাস্থান লাভ করেছে ৭জন। মুমতায হয়েছে ৩০ জন। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৮১ জন। এর মাঝে মেধাস্থান লাভ করেছে ৫জন। মুমতায ২৩ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭৬ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৮জন। মুমতায ৪৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৭১ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ২৭ জন। মুমতায ৪৫ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১৯ জন। এর মাঝে মুমতায ১১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ