রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

কাপড়ের মাস্ক ব্যবহারে বিশেষ সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস থেকে সুরক্ষায় অনেকেই কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করে থাকেন। কিন্তু পরার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত নইলে বিপদ।

১. মাস্ক পরা বা খোলার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সাবান বা স্যানিটাইজার দুটো দিয়েই ধুতে পারেন। মাস্কের কোথাও কোনও ছিদ্র বা ছেঁড়া অংশ রয়েছে কি না, দেখে নিতে হবে ভালো করে।

মাস্ক পরার পর মুখ, নাক এবং থুতনি সম্পূর্ণভাবে ঢাকা রেখেই বাইরে বেরুন। ঘন ঘন মাস্ক হাত দিয়ে না ছোঁয়াই ভালো। আর যদিও বা মাস্ক খুলতে হয় বা ঠিক করতে হয়, তা কানের পাশে অথবা মাথার পেছন দিক থে‌কে মাস্কের বন্ধনী ধরে খুলতে পারলে ভালো হয়।

২. সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে একটা সমস্যা হলো যে তা এক বার পরার পরই ডাস্টবিনে ফেলে দিতে হয়। তবে কাপড়ের মাস্ক পুনর্ব্যবহারযোগ্য। মাস্ক ভিজে না গেলে, নোংরা না হলে খোলার পর তা পরিষ্কার প্যাকেটে রেখে দেওয়া যাবে। ব্যবহার করতে চাইলে সাবান বা ডিটারজেন্টে ভিজিয়ে ধুয়ে নেবেন সেটি।

৩. সংক্রমণ এড়াতে তিনটি স্তরে আলাদা রকমের কাপড় দিতে হবে। মাস্কের যে অংশটি ভেতরের দিকে থাকবে, তাতে সুতির কাপড় ব্যবহার করবেন। কারণ তা মুখ থেকে নির্গত ড্রপলেটস দ্রুত শুষে নিতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ