মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

হাফেজ হলেন আইনুদ্দীন আল আজাদ পুত্র গালিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিখ্যাত ইসলামী সংগীতশিল্পী মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. এর পুত্র ‘আসাদুল্লাহ গালিব বিন আজাদ’ পবিত্র কুরআনুল কারীম হিফজ সমাপ্ত করেছেন। আজ সকালে শেষ সবকের মাধ্যমে এ হিফজ সম্পন্ন করেন আজাদ পুত্র গালিব। কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক কারী নাজমুল হাসান পরিচালিত ‘তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা’ যাত্রাবাড়ী থেকে হিফজ  সম্পন্ন করেছে আইনুদ্দীন পুত্র আসাদুল্লাহ গালিব। তার হিফজ সম্পন্ন করতে প্রায় তিন বছরের কিছু বেশি সময় লেগেছে।

মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে বদরুজ্জমান বলেন, কলরব প্রতিষ্ঠাতা আইনুদ্দীন আল আজাদ ভাইর স্বপ্ন ছিলো তার ছেলে হাফেজ হবে। আলেম হবে। আজ তাঁর স্বপ্নের একধাপ বাস্তবায়ন হয়েছে। তাঁর পুত্র হাফেজ হয়েছেন। সামনে থেকে আমরা তাঁকে আলেম বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো। এ জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার সবকিছুই কলরবের পক্ষ থেকে করা হবে। তিনি বলেন, আজ যদি আইনুদ্দীন আল আজাদ ভাই বেঁচে থাকতেন তাহলে সবচে বেশি খুশি হতেন।

সংগীতশিল্পী মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. মৃত্যুকালে দুই সন্তান রেখে যান। বড় মেয়ে তুহফা আজাদ রুহি ও ছেলে আসাদুল্লাহ গালিব। আইনুদ্দীন আল আজাদ রহ. এর মৃত্যুর সময় আসাদুল্লাহ গালিবের বয়স ছিলো মাত্র ৫ বছর। আজ সে হাফেজে কুরআন হয়ে বাবার স্বপ্নকে উজ্জল করেছে। আসাদুল্লাহ গালিব দেশবাসীর কাছে তাঁর উজ্জল ভবিষতের জন্য দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ