শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ফেরেশতারা দিয়েছিলেন যে সন্তানের সুসংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : হজরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর প্রেরিত নবীদের একজন। তিনি জন্ম লাভ করেছেন পিতা ছাড়া । তারঁ জন্মের সুসংবাদ দিয়েছিলেন ফেরেশতারা। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবীর আগের নবী। শিশু অবস্থায় যিনি মায়ের কোলে থেকে সুস্পষ্ট ভাষায় কথা বলেছিলেন। যা কুরআনে এসেছে এভাবে- (জন্মের পর যখন ইয়াহুদিরা মারইয়ামের প্রতি অপবাদ দিয়ে ভৎসনা করতে থাকে, তখন সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালাম বলে ওঠেন) ‘আমি আল্লাহর বান্দা।

দুনিয়ায় মানুষের জন্ম হয় নারী-পুরুষের মিলনের মাধ্যমে। এটি মহান আল্লাহর বিধান। আল্লাহর ক্ষমতার নিদর্শন। তিনি রাজাধিরাজ। অসীম ক্ষমতার অধিকারী। তার ক্ষমতার কোনো অন্ত নেই। কোনো শেষ নেই। তিনি চাইলে নারী ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন। পিতা ছাড়াও জন্ম দিতে পারেন সন্তান।

হজরত আদম আ. এর জন্ম কোনো নারী বা পুরুষের মাধ্যমে হয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিনের একক ক্ষমতায় নিজ হাতে হজরত আদম আ. কে সৃষ্টি করেছেন। পরবর্তীতে আদম আ. এর বাম পাজরের হাড় থেকে আল্লাহ সৃষ্টি করলেন মা হাওয়া আ.কে। এসবই আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। যেভাবে আল্লাহ নারী-পুরুষ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, সেভাবে শুধু পুরুষ ছাড়াও তিনি সন্তান জন্ম দান করেছেন। আর তিনিই হলেন হজরত ঈসা আলাইহিস সালাম।

হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে ফেরেশতারা হজরত মারইয়ামকে এভাবে সুসংবাদ দেন- إِذْ قَالَتِ الْمَلآئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ  (স্মরণ কর) যখন ফেরেশতাগণ বললো, হে মারইয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাঁর এক কালেমা (দ্বারা সৃষ্ট সন্তানের) সুসংবাদ দিচ্ছেন; যার নাম হবে মসীহ, মারইয়াম পুত্র ঈসা। সে হবে দুনিয়া ও আখেরাতে মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত।’ (সুরা ইমরান : আয়াত ৪৫)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ