আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। শনিবার ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করায় এই ড্রোন ভূপাতিত করা হয়।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে।
পরে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা।
এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরায়েলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রোন ভূপাতিত করা হলো। -পার্সটুডে
-এএ