বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নবি সা. এর ইজ্জত রক্ষায় কুকুরের জিহাদি দাওয়াত: ৪০ হাজার কাফেরের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হুদা নোমানী।।

ইমাম ইবনে হাজার আসকালানী রহ. বলে, একবার খৃষ্টানদের জ্ঞানী-গুণীজন উচ্চপর্যায়ের ভিআইপি একটি প্রতিনিধি দল তাতারী মুঘলদের রাজসভায় অংশগ্রহণ করে৷ যে সভাটি আয়োজন করা হয়েছিলো একজন তাতার মুঘলমন্ত্রীর খৃষ্টানধর্ম গ্রহণ করার কারণে৷ সেখানে একজন খৃষ্টান পাদ্রী বিশ্বনবি মুহাম্মাদ সা.এর নাম নিয়ে গালিগালাজ করা শুরু করে, ঠিক তখনই তাদের সাথে থাকা একটি প্রশিক্ষিত শিকারী কুকুর ছিলো, যা তাদের পাশেই রশিতে বাধা ছিলো৷ নবি মুহাম্মাদ সা. নিয়ে যখন পাদ্রী গালমন্দ শুরু করল, তখনই কুকুরটি উত্তেজিত উন্মাদ হয়ে রশি ছিড়ে দৌড়ে এসে পাদ্রীকে হামলা করে।

লোকজন অনেক কষ্টে কুকুরকে টেনে হিঁচড়ে সরিয়ে নেয়৷ লোকেরা বলতে আরম্ভ করে, আপনি ইসলামের নবিকে গালি দিয়েছেন তার কারণে কুকুরটি আপনাকে হামলা করেছে৷ পাদ্রী বলল, না আসল কারণ হল, কুকুরটি বড়ই জেদি প্রকৃতির, আমি আঙ্গুল উচিয়ে কথা বলছিলাম আর কুকুরটি মনে করেছে আমি তাকে মারতে চাচ্ছি, তাই সে আক্রমন করেছে৷

এ কথা বলে সে আবারো নবি মুহাম্মাদ সা. এর নামে গালমন্দ শুরু করল, তখন কুকুরটি পুর্ব হতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে রশি ছিড়ে এসে পাদ্রীর ‍উপর হামলা করে ঘাড়ে কামড় বসিয়ে দেয়, তারপর বুকে কামড় দিয়ে বুক ফেড়ে গোশত তুলে নেয়, আর তখনই সাথে সাথেই সেই কুলাঙ্গার অভিশপ্ত পাদ্রী মারা যায়৷ এই ঘটনা দ্রুত দেশময় ছড়িয়ে পড়ে, তখনই ৪০ হাজার তাতার মুঘল, খৃষ্টানসহ বিভিন্ন ধর্মের কাফের ইসলাম ধর্ম ও তার নবির সত্যতা বুঝতে পেরে কালিমা পড়ে মুসলমান হয়৷ হেদায়েত প্রাপ্ত হয়৷ সূত্র: আদ দুরারুল কামিনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ