রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

করোনা ভাইরাস পরিস্থিতিতে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

ইসলামে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য নানা ধরনের উপায় ব্যবহার করেছে। কোনো কারণবশত নিরুপায় হলে হারাম ভক্ষণ এর অনুমতি রয়েছে। মহামারী রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই রোগে আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে হবে।

আমরা নিজেদের জীবন বাঁচাতে অনেক সময় অনেক কিছু করি অথচ রোগে আক্রান্ত এলাকার মানুষ যেখানে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মারা যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে থাকবো না কেন। এই মর্মে একটি হাদিস।

আবূ মূসা আশআরী রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফিতনার সময় মানুষের নিরাপত্তার উপায় তার স্বগৃহে অবস্থান। (দাইলামী, সঃ জামে’৩৬৪৯ নং)

উট ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। আমরা দেখি হাঁস মুরগির যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় তাকে আমরা দল থেকে আলাদা রাখি ।যাতে অন্য গুলো আক্রান্ত না হয়।তাই আমাদের করণীয় হচ্ছে আক্রান্ত এলাকা ও মানুষ থেকে দূরে অবস্থান করতে হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, অসুস্থকে সুস্থের মধ্যে নেয়া হবে না (রুগ্ন উট সুস্থ উটের কাছে নেবে না)। (বুখারী, আস-সহীহ ৫/২১৭৭; মুসলিম, আস-সহীহ ৪/১৭৪২-১৭৪৩)আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মধ্য নিক্ষেপ করোনা।সূরা বাকারা-১৯৫

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের এয়ারপোর্টে নজরদারি বাড়ানো হোক।যারা বিদেশ থেকে এসেছেন তারা কিছু দিন গৃহে অবস্থান করোন। এবং কি রোগের প্রকোপ দেখা দিলে চিকিৎসা নিন। আপনাদের উদ্দেশ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস তুলে ধরলাম করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের করনীয় উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন ভূখণ্ডে প্লেগ মহামারী ছড়িয়ে পড়তে শুনবে, তখন সেখানে প্রবেশ করো না। আর তা ছড়িয়ে পড়েছে এমন ভূখণ্ডে তোমরা যদি থাক, তাহলে সেখান থেকে বের হয়ো না। সহিহ বুখারি ৩৪৭৩, ৫৭২৮, ৬৯০৪।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ