মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

করোনায় আলজেরিয়ায় মসজিদ না খোলার বিষয়ে ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আলজেরিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে মসজিদ পুনরায় চালু করা ঠিক হবে না।

আজ বৃহস্পতিবার ফতোয়া কমিটি এক বিবৃতিতে বলেছে যে করোনাভাইরাস বিরোধী ব্যবস্থা হ্রাসের পরে দেশে যে মসজিদগুলো পুনরায় চালু করার জন্য অনুরোধের সংখ্যা বেড়েছে। আলজেরিয়ার পরিস্থিতির বাস্তবতা সম্পর্কে সচেতন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, বর্তমান পরিস্থিতি সমস্ত কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি প্রদান করা ঠিক হবে না, বিশেষত মসজিদ, কারণ মসজিদের মতো আটকা জায়গায় প্রচুর সংখ্যক লোক জড়ো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ বন্ধের কারণগুলো সম্পূর্ণ রূপে নির্মূল না করা পর্যন্ত খোলা ঠিক হব না।

আলজেরিয়ায় করোনার বিস্তার রোধে প্রতিকারের অংশ হিসাবে ১৭ই মার্চ থেকে সেদেশের সকল মসজিদে জুমার নামাজ ও জামাতের নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ৮কর্মকর্তারা ধীরে ৭ম জুন সীমাবদ্ধতা তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

এই পরিকল্পনার মধ্যে দেশের ৪৮ টি প্রদেশের মধ্যে ১৯ টি প্রদেশে অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু করা এবং রাতে ট্র্যাফিকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার রয়েছে।

সম্প্রতি, সেদেশের সোশ্যাল নেটওয়ার্কগুলোয় অন্যান্য দেশের মতো সামাজিক দূরত্ব পর্যবেক্ষণ করে বহু সংখ্যক মানুষ মসজিদ পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছে।

গত রাত পর্যন্ত আলজেরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১১ হাজার ৩১ জন এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ