শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ব্রিটিশ নির্বাচন: মুসলিমরা পেতে চলেছে ৩১ আসন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন। অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৮টি দল অংশ নেবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন স্বতন্ত্র প্রার্থী।

এ নির্বাচনে মুসলিম ভোটাররা দেশব্যাপী ভোটার নিবন্ধনে এগিয়ে থাকার কারণে মোট ৩১টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

সোমবার (১৮ নভেম্বর) ব্রিটিশ মুসলিমদের একটি শীর্ষস্থানীয় গোষ্ঠীর নির্বাচনী জরিপের বরাতে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

ব্রিটেন মুসলিম কাউন্সিলের সেক্রেটারি-জেনারেলে হারুন খান সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সমাজে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে মুসলমানরা -তাদের সামগ্রিক বৈচিত্র্যে- আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

হারুন খান জানান, আমরা আশা করছি, নির্বাচনে মুসলিম প্রার্থীদের অংশ গ্রহণের বিষয়টি সারাদেশের মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছে যাবে এবং তারা গুরুত্ব দেবে। নির্বাচনে মুসলিম ভোটারদের ‘উচ্চ’ বা ‘মাঝারি’ মানের প্রভাব থাকতে পারে।

জানা যায়, যে ৩১টি আসন মুসলিমদের দখলে আসতে পারে সেগুলোর ১৪ করে লেবার ও কনজারভেটিভের এবং বাকি তিনটি এসএনপি-র। তবে যুক্তরাজ্যের মুসলমানদের প্রধান প্রতিনিধি সংস্থা ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেনস’ নির্দলীয় থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ