শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়া দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। কেঁপে ওঠে লক্ষ্ণৌ ও ভারতের উত্তরাঞ্চলও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ১।

মঙ্গলবার সন্ধ্যায় নেপালের বনাঞ্চলে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। তার প্রভাবেই দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল কম্পন অনুভূতি হয়েছে। দিল্লি-এনসিআর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ থেকে কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-নেপাল সীমান্তের কাছে।

এই ভূমিকম্পের পরই দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ঘরবাড়ি-অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন সবাই। জেলা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

আগে থেকেই দিল্লিতে বায়ুদূষণে বিপর্যস্ত নগরবাসী। এদিন বিকেলে নতুন আতঙ্কের জন্ম দেয় ভূমিকম্প। অনেকেই অপেক্ষায় থাকেন আফটার শকের। তবে বড় কোনও কম্পন আর হয়নি।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ