আওয়ার ইসলাম: পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের একটি লরি থেকে জীবিত অবস্থায় অন্তত ৩১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধারকৃত সকলেই পাকিস্তানের নাগরিক।
জানা যায়, বেশ কিছুদিন যাবত তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে আত্মগোপনে ছিলেন। পরে শুক্রবার (১ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর অভিযানে লরিটি থেকে তাদের শনাক্ত করা হয়।
গতকাল শনিবার (২ নভেম্বর) স্থানীয় প্রসিকিউটরদের বরাতে গণমাধ্যম জানায়, অভিবাসীদের বহনকারী লরিটির চালকও একজন পাকিস্তানি নাগরিক। এরই মধ্যে তাকেও আটক করা হয়েছে।
এদিন ফ্রান্স এবং ইতালি সীমান্তে রুটিন নজরদারির সময় একটি লরিতে সেই ৩১ পাকিস্তানি অভিবাসীকে দেখতে পায় পুলিশ। যাদের মধ্যে তিনজন কিশোর। বর্তমানে এদের সবাইকে ইতালি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দিকে মাত্র কয়েকদিন আগে বেলজিয়ামে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে জীবিত অবস্থায় ১২ অভিবাসীকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ১১ জনই সিরিয়ান এবং বাকি একজন সুদানি নাগরিক। অভিযানে উদ্ধারকৃত সকলেই পুরুষ।
পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমের দাবি, ফল এবং শাক-সবজি বহনকারী একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে সেই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছিল।
অপর দিকে গত মাসে লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। যদিও ভয়াবহ সেই ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। নিহতদের মধ্যে সকলেই ভিয়েতনামের নাগরিক। লন্ডনের ট্রাক থেকে উদ্ধারকৃত অভিবাসীর মধ্যে ৩১ জন পুরুষ এবং বাকি আটজন নারী।
-এটি