শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মাওলানা ফজলুর রহমানের ওপর চটেছেন পাক সেনাবাহিনীর মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে কাউকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে এমন হুঁশিয়ারির কথা জানিয়ে দিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সব সময়ই তারা সংবিধানের আওতায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন দেয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অবৈধ দাবি করে জমিয়তে উলেমায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান এই সরকারকে সমর্থন না দিতে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর’ প্রতি আহ্বান জানান। তার এমন আহ্বানের পর সেনাবাহিনীর তরফ থেকে ওই মন্তব্য করা হয়।

উল্লেখ্য, শুক্রবারের বিক্ষোভে অংশ নিয়ে মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অবৈধ আখ্যায়িত করে তাকে পদত্যাগের জন্য দু’দিনের আলটিমেটাম দেন। সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই সময়ের পরে যদি ইমরান খান পদত্যাগ না করেন এবং তাকে ‘প্রতিষ্ঠানটি’ সুরক্ষা দেয়ার চেষ্টা করে, তাহলে ওই ‘প্রতিষ্ঠানের’ বিষয়ে জনমত গঠন করা হবে। বিরোধীরা অবাধে এই জনমত গঠন করবে।

এর জবাবে এক টেলিভিশন সাক্ষাতকারে জেনারেল আসিফ গফুর বলেন, মাওলানা ফজলুর রহমান একজন সিনিয়র রাজনীতিক। তিনি কোন প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলেছেন তা তার পরিষ্কার করা উচিত। পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রীয় একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। তারা সব সময়ই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করে। তাই কাউকেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না। কারণ, দেশ কোনো বিশৃংখলা সহ্য করার সক্ষমতা রাখে না। এ সময় তিনি পাকিস্তান তার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে তার উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তান ২০ বছর সন্ত্রাসের বিরুদ্ধে ঝড়ো লড়াই করছে। অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে দেশে শান্তি পুনঃস্থাপিত হয়েছে। কষ্টার্জিত এই শান্তি বিঘ্ন করতে দেয়া হবে না কাউকে। খাইবার-পখতুনখাওয়ার জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী যুদ্ধ করেছেন। এখন তাদের শান্তির সুফল নেয়ার সময়।

মাওলানা ফজলুর সমালোচনার জবাবে মেজর জেনারেল গফুর আরো বলেন, নির্বাচনে সেনাবাহিনী তার সাংবিধানিক দায়িত্ব পূর্ণভাবে পালন করেছে। যদি বিরোধীদের নির্বাচনের ফল নিয়ে অভিযোগ থাকে তাহলে তারা রাস্তায় অভিযোগ তোলার পরিবর্তে সংশ্লিষ্ট ফোরামে যেতে পারেন। গণতন্ত্রে গণতান্ত্রিক ইস্যুগুলোর সমাধান হওয়া উচিত।

আইএসপিআর যা বললেন মাওলানা ফজলুর রহমান 

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুরের দেওয়া পরামর্শের জবাবে বলেন, এ বক্তব্য একজন রাজনীতিবিদকে দেওয়া উচিত ছিল।

স্বাধীনতার মার্চের সভাপতিত্ব করছেন জেআইআই-এফ-এর নেতা মাওলানা ফজলুর রহমান, গভীর রাতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা আহসান ইকবাল এবং অন্যান্য বিরোধী নেতাদের সাথে বিপ্লব ভুট্টো জারদারির সঙ্গে তিনি কথা বলেছেন।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আমাদের মূল কথা হল পুরো জাতি এ সরকারকে অগণতান্ত্রিক বলে অভিহিত করছে। সব রাজনৈতিক দল এটিকে জালিয়াতি হিসাবে অভিহিত করছে তাই আসিফ গাফুর সাহেব কোন সংস্থার সঙ্গে জড়িত তা আমাকে জিজ্ঞাসা করা উচিত নয়। আমার বিবৃতিটির অর্থ কী হতে পারে তা পুরো বিশদে জানিয়েছি।

তিনি বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে ইমরান খানের সরকারের পক্ষে সমর্থন পাওয়া যায়নি, যেখানে বিশ্বে আমাদের প্রধানমন্ত্রীকে জনগণের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় না।

মাওলানা ফজলুর রহমান সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, এ আজাদি মার্চে আসা দেশজুড়ে মানুষদের শ্রদ্ধা করা উচিত এবং এ ক্ষেত্রে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রতারক ও পুতুল সরকার আখ্যায়িত করে দেশটির বিরোধী দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানের গর্বাচেভকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।

শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ২৫ জুলাইয়ের নির্বাচন ছিল জালিয়াতিতে পূর্ণ। ওই নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার কিংবা সরকারকে স্বীকৃতি দিচ্ছি না আমরা। সরকারকে আমরা এক বছর সময় দিয়েছি। কিন্তু এখন আর বেশি সময় দেয়া যাবে না।

নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়ত উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই বিক্ষোভের ডাক দিয়েছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ