আওয়ার ইসলাম: নয়া দিল্লিতে বাবরি ও অযোধ্যার সম্পত্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে আইনশৃঙ্খলা রক্ষার জন্য জমিয়তে ওলামায়ে হিন্দ কার্যালয়ে মুসলিম দলগুলির বৈঠকে আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক মিডিয়া দেওবন্দের বরাতে জানা যায়, ইসলামিক দলগুলোর এ সভায় উপস্থাপিত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় আলোচনা করেন। তাদের প্রাথমিক প্রস্তাবটি ছিলো বাবরি মসজিদ পুনরুদ্ধারের পুনর্নির্মাণের কথা উল্লেখ করা হোক বা না হোক আমাদের মূল বিষয় লাক্ষ্য রাখতে হবে আইন-শৃঙ্খলা রক্ষা করা। সরকারের রায় মেনে ঠাণ্ডা মাথায় আমাদের খেলতে হবে।
পরামর্শের সভাপতি মাওলানা নাভিদ হামিদ বলেন, আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছিনি, তবে আদালতের যে সিদ্ধান্তই আসুক না কেন এটিকে সম্মান করা আমাদের কর্তব্য।
সভায় আরো উপস্থিত ছিলেন, জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা সৈয়দ আরশাদ মাদানী জম্মু-ই-হাদিসের আমির মাওলানা আসগর আলী মেহেদী সালাফি, জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন প্রধান হাবিবুল্লাহ, সাবেক সংসদ সদস্য শহীদ সিদ্দিকী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় মুসলিম সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কেউ অংশ নিতে পারেনি।
ইসলামিক মিডিয়া দেওবন্দ অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি