আওয়ার ইসলাম: পাকিস্তানের অন্যতম বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানের দেয়া পদত্যাগের আল্টিমেটামকে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দেশটির গণমাধ্যম জিও নিউজের।
বিরোধী দলগুলোর রাহবার কমিটির সঙ্গে বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাকের নেতৃত্বাধীন সরকারি কমটিকে ইমরান খান জানান, তিনি কোনও অসাংবিধানিক ও অগণতান্ত্রিক দাবি মেনে নেবেন না।
একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, পারভেজ খাট্টাককে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন যেন বিরোধী দলগুলো সরকারকে ব্ল্যাকমেইল করার সুযোগ না পায়। তার মতে, সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হলে সমঝোতা সম্ভব হবে না।
ইমরান খান আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি রাহবার কমিটির সঙ্গে বৈঠকের পর তাদের গণতান্ত্রিক দাবিগুলো সম্পর্কে যেন তাকে জানানো হয়।
এদিকে পারভেজ খাট্টাক এদিন রাহবার কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কোনও আলোচনা হবে না।
যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর প্রস্তুতি নিয়ে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইমরান খান। শুক্রবার ইসলামাবাদে আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। ওই ঘোষণার পর ক্ষমতাসীন পিটিআই-এর গঠিত কমিটি মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আবারও সাক্ষাতের সিদ্ধান্ত নেয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে আজাদি মার্চ নামের এক সরকারবিরোধী সমাবেশে বক্তব্য প্রদানের সময় মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি দুদিনের মধ্যে পদত্যাগ করুন। অন্যথায় আমরা অন্য কৌশল ভাবতে বাধ্য হব।
প্রসঙ্গত, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন। দেশটির প্রধান প্রধান বিরোধী দলও তার সাথে একাত্মতা পোষণ করেছেন।
গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।
বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।
আরএম/