আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল সকালে পশ্চিম তীর ও জেরুসালেমে হামলা চালিয়ে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে।
ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল (৩০শে অক্টোবর) সকালে পশ্চিম তীর ও জেরুসালেমে হামলা চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ফিলিস্তিনিরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরায়েলি বিরোধী অভিযানের সাথে জড়িত ছিল। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন পূর্বেও ইসরাইলি সেনাদের হাতে বন্দী হয়েছিল।
এছাড়াও ইহুদিবাদী ইসরাইলি সেনারা এক কিশোরীকে আল-খলিল শহরে হযরত ইব্রাহিম (আ.)এর মাজারে প্রবেশের সময় গুলি করে।
ইসরাইলি সেনারা তার পার্সের ভিতরে রান্নাঘরের ছুরি রয়েছে বলে দাবি করে ফিলিস্তিনি মেয়েকে লক্ষ্য করে গুলি করেছে বলে জানিয়েছে। ইকনা।
-এটি